শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ রাখি পূর্ণিমা, আর সেই রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে দাসপুরের খুকুরদহ লক্ষী বাজার ব্যবসায়িক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কল্যাণ সমিতির পরিচালনায় সর্বজনীন কোজাকরী লক্ষ্মীরপুজোর খুঁটি পুজো সম্পূর্ণ হল। ওই পুজো কমিটির সম্পাদক সুব্রত মণ্ডল জানান, তাদের এ বছরের পুজোটি ৬৪ তম বর্ষে পদার্পণ করল, ২৫ লাখ টাকার বাজেট নিয়ে থাকছে শস্য বীজের উপর থিম, যা আগত দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কমিটির কর্মকার্তারা। জানা যাচ্ছে, ঘাটাল মহকুমার বেশ কয়েকটি প্রাচীন ও বিগ বাজেটের কোজাগরী লক্ষ্মী পুজোর মধ্যে খুকুরদহ লক্ষ্মীবাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির পুজোটি একটি অন্যতম পুজো। আজকের খুঁটি পুজোর পাশাপাশি বাজার কমিটির তরফে রাখি বন্ধন উৎসবও পালন করা হয়। একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে বাঁধা হয়। সেই সঙ্গে একইদিনে আজ রাখি পূর্ণিমাকে সামনে রেখে খুকুড়দহ দুর্গোৎসব কমিটির উদ্যোগে সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো সম্পন্ন হল। ওই পুজো কমিটির সম্পাদক সঞ্জয় মাইতি জানান, এবছর তাদের এই পুজোটি ৭৬ তম বর্ষে পদার্পণ এবং এ বছর তাদের ১৫ লাখ টাকার বাজেট নিয়ে পরিবেশ ভাবনা নিয়ে থাকছে নজর কাড়া থিম।