বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: একমাসও হয়নি, পথশ্রী প্রকল্পের নতুন ঢালাই রাস্তা হয়েছে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
নতুন রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানো, যার জেরে শুক্রবার বিকেলে দাসপুর থানার চক চাঁইপাট পশ্চিম বাঁধে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শিশু সহ আহত হয় মোট চারজন। জানা গিয়েছে, টিভিএস অ্যাপাচির সঙ্গে একটি স্কুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। স্কুটিতে ছিলেন জয়দেব মাজি নামের চক চাঁইপাট পশ্চিম পাড়া এলাকার এক যুবক। অপরদিকে অ্যাপাচি গাড়িতে ছিলেন চক চাঁইপাট উত্তরপাড়ার এক জামাই। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। জানা যাচ্ছে তাঁদের বাড়ি দাসপুর থানার পায়রাসি এলাকায়। তবে কারোর নাম পরিচয় জানা যায়নি। বাইকে করে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘটনা সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকে গুরুতরভাবে জখম হন। ওই এলাকার যে জামাই, তাঁর একটি পা ভেঙে গিয়েছে এবং তাঁর স্ত্রী ও সন্তানেরও আঘাত লেগেছে। জয়দেব মাজি নামের ওই যুবকের একটি হাত ভেঙে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় মদপুকুর ক্যাম্পের পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পিজিতে স্থানান্তরিত করা হয়েছে।