•আগামী ৮ আগস্ট,২০২৩(বাং. ২২ শ্রাবণ, ১৪৩০) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মহকুমা শাসকের কার্যালয়ের ‘প্রগতি সভাকক্ষে’ বেলা ২টায় আবৃত্তি ও একটি রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি জানান, প্রতিযোগিতার বিষয়: ১) রবীন্দ্র কবিতা আবৃত্তি ২) রবীন্দ্রসংগীত। দুটি বিভাগে প্রত্যেকটি প্রতিযোগিতা হবে। ১২ বছর বয়স পর্যন্ত ‘ক’ বিভাগ। ১২ বছরের ঊর্ধ্বে সর্বসাধারণের জন্য ‘খ’ বিভাগ। ৭ আগস্টের মধ্যে অনলাইনে sdoghatalonline.com ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা যেতে পারে। কিম্বা মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে ওই তারিখের মধ্যে সরাসরিও নাম নথিভুক্ত করাতে পারেন।