দাসপুর থেকে নিখোঁজ দুই বালক, খোঁজ পেলে জানান

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হঠাৎই দাসপুর থানা এলাকা থেকে ৮ ও ১১ বছরের দুই বালক নিখোঁজ।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
তারা স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তাদেরকে ফিরে পেতে ইতিমধ্যেই দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে, ২২ জুলাই সকাল ১০টা নাগাদ বিদ্যালয়ে যাবার উদ্দেশ্যে বছর ১১ র রাজ সিং, তার বন্ধু বছর ৮ এর অঙ্কিত কাশ্যপকে নিয়ে রওনা দেয়। রাজের বাবা ভজন লাল সিং সপরিবারে দাসপুর থানার বৈকুণ্ঠপুর বাসস্টপ  এলাকায় অলোক পাইনের বাড়িতে ভাড়ায় থাকেন। ভজনলাল ছেলেকে স্থানীয় বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি করেছেন। তাঁরা বিহার থেকে এখানে এসেছেন প্রায় ১ বছর হল। ভজনলাল আইসক্রিম ফেরি করে বেড়ান আর রাজের মা এক পুরানো জিনিসপত্রের কাটাই এর দোকানে কাজ করে। চারমাস হল বিহার থেকেই ছোট্ট অঙ্কিত তার বাবা ছোটু কাশ্যপ ও  মা কাজল কাশ্যপের সাথে দাসপুরের বাসুদেবপুর এলাকার বড় দিঘির পাড়ে এসে উঠেছে। অঙ্কিতের বাবা মা ওই দিঘিতেই জেলের কাজ করে। রাজ আর অঙ্কিতকে প্রায়শই একসাথে দেখা যেত। ২২ জুলাইও তাদেরক অনেক বেলা পর্যন্ত বৈকুণ্ঠপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিন্তু তারপর থেকে রাজ আর অঙ্কিত বাড়ি ফেরেনি। আজ ২৭ জুলাই বৃহস্পতিবার  প্রায় ৫ দিন ধরে নিখোঁজ দুই বালক। রাজের পরিবারের তরফে  মা কবিতা সিং ছেলেকে ফিরে পেতে দাসপুর থানায় ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। আজ সন্ধ্যেতে দাসপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে দুই বালকের খোঁজ পেতে তাদের ছবি সারা রাজ্যের বিভিন্ন হোমে, পুলিশ স্টেশনে, পুলিশ ও সিভিকদের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। শুধু তাই নয়, দাসপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় পোস্টারিংও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাদের। দিন যত যাচ্ছে দুই বালকের জন্য তাদের পরিবারের আকুতি আরও বাড়ছে। নিখোঁজ দুই বালকদের পরিবারের পাশাপাশি পুলিশের তরফে অনুরোধ করা হচ্ছে এই দুই বালককে কোনওভাবে দেখলেই সাথে সাথে নিকটবর্তী পুলিশ স্টেশন বা দাসপুর থানায় জানাতে।

 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!