সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ ২৫ জুলাই মঙ্গলবার বিভিন্ন আদালতের বিচারকদের উপস্থিতিতে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে শিবিরটি করা হয় বলে জানা গিয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বলেন, ছাত্র ছাত্রীদের এই বয়স থেকেই যদি আইনের বিভিন্ন বিষয়ে সচেতন করা যায় তাহলে তারা আগামী দিনগুলিতে কীভাবে পথ চলবে সেই বিষয়ে সচেতন হবে। পাশাপাশি অন্যান্য মানুষদের সচেতন করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। তিনি তাঁর সুন্দর চিন্তাধারা ও করণীয় কাজ সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। এছাড়াও আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আদালতের বিচারক দিব্যেন্দু নাথ। আইনি সহায়ক কাজী মুর্তাজা, স্বদেশরঞ্জন ঘোষ, সুব্রত অধিকারী, স্বপন ভট্টাচার্য, জেলা চাইল্ড লাইন কো-অর্ডিনেটর সুনীলকুমার বাউরি এবং দিল্লীর শক্তি বাহিনীর প্রতিনিধি তথা জেলার কো- অর্ডিনেটর মল্লিকা পাল। বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি উপেন্দ্রনাথ দোলই, এলাকার মানুষ এবং অভিভাবকরা।
সুভাষবাবু বলেন, উপস্থিত অতিথিদের বক্তব্যে আরও সমৃদ্ধ হয়েছে ছাত্রছাত্রীরা। আশাকরি এই আইনি সচেতনতা শিবির ছাত্রছাত্রীদের ভবিষ্যত জীবনে কাজে লাগবে।