এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ব্যাগ থেকে বের হল মৃত পাখি ও নেউল: গুলতি দিয়ে বন্যপ্রাণী মারায় চার আদিবাসী যুবককে আটক করল ফরেস্ট রেঞ্জার

Published on: July 24, 2023 । 5:50 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: ব্যাগ থেকে বেরোল একে একে প্রায় সাত আটটি মৃত পাখি ও বেঁজি।  বেঁজি সহ বেশ কয়েকটি বন্যপাখি গুলতি দিয়ে মেরে নিয়ে পালাচ্ছিল কয়েকজন যুবক। তাদেরকে ধরে বন দপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসী। দাসপুরের হাজরাবেড় গ্রামে আজ সোমবার ওই ঘটনাটিকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই গ্রামের যুবক সঞ্জয় মাইতি ও রাজকুমার বেরা বলেন, লাওদা এলাকার চারজন যুবক হাতে কয়েকটি ব্যাগ ও গুলতি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। গাছে তাক করে গুলতি ছুঁড়তে দেখে সন্দেহ হওয়ায় তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতে প্রথমে তারা সমস্ত কিছু গোপন করার চেষ্টা করে। সবাই মিলে পাকড়াও করতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে একে একে বেশ কয়েকটি মৃত বন্য প্রাণী। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তর থেকে গিয়ে ওই চার যুবককে আটক করে নিয়ে যায়।

বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ কর্মীরা এনিয়ে মহকুমা জুড়ে লাগাতার সচেতনতামূলক প্রচার করে চলেছে। তা সত্ত্বেও এখনও এই ভাবে বন্যপ্রাণী হত্যার ঘটনায় উদ্বিগ্ন পরিবেশকর্মীরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177