নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মারা যাওয়ার পরও নির্বাচন দপ্তর থেকে রেহাই পেলেন না ঘাটাল এসডিও অফিসের এক সময়ের স্টাফ দেবদীপ মুখোপাধ্যায়(৫২)। মৃত্যুর প্রায় আড়াই বছর পরে ফের তাঁর ভোটের ডিউটি পড়ল। নির্বাচন দপ্তর এবার তাঁকে ঘাটাল ব্লকের গণনার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দায়িত্ব দিয়েছে।
২০২১ সালের ২৯ মার্চ রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দেবদীপবাবুর। মেদিনীপুর শহরে বাড়ি হলেও তিনি ঘাটাল শহরের কুশপাতায় সরকারি আবাসনে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত ১০টা নাগাদ কুশপাতা থেকে তাঁর নিজের স্কুটিতে করে বাসায় ফেরার সময় ঘাটাল-মেচোগ্রাম সড়কের কুশপাতায় রাস্তার উপর একটি হাম্পে বাইকটি উল্টে গেলে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই সময় চলছিল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। দেবদীপবাবু নির্বাচন পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাছাড়া অত্যন্ত মিষ্টভাষী ও মিশুকে ওই কর্মীর মৃত্যুতে ওই অফিসের কর্মীরা মুষড়ে পড়েন। তারপর প্রায় আড়াই বছর কেটে গেল। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁর নামে ভোটের ডিউটি এসেছে। তাঁকে ভোট গণনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার অর্জুন পাল বলেন, এটা একটা মারাত্মক ভুল। কেন ফের দেবদীপবাবুর ডিউটি পড়ল বুঝে উঠতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।