হোয়াটসঅ্যাপ গ্ৰুপ থেকে বহিষ্কার, ক্ষোভে অ্যাডমিনের বাড়িতে হামলা যুবকের

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় গ্ৰুপ অ্যাডমিনের বাড়িতে হামলা যুবকের। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ভাঙচুর বাড়ির একাধিক সামগ্রী, বাড়ির সদস্যদের প্রাণে মারার হুমকি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দাসপুর থানার কুল্টিকরী গ্রামের ঘটনা। জানা যাচ্ছে, ওই গ্রামে রয়েছে মহাকাল শিব মন্দির। মন্দির কমিটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে রাজনৈতিক আলোচনা করায় গ্রুপের এক সদস্যকে গ্রুপ থেকে বের করে দেন গ্রুপ অ্যাডমিন। রাগে অ্যাডমিনের বাড়িতে ভাঙচুর চালায় যুবক। গ্রুপ অ্যাডমিন কিংশুক পালের অভিযোগ, আজ ১ জুলাই শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় সোনু হালদার নামের ওই যুবক তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বাড়ির একাধিক সামগ্রী ভাঙচুর করে। সেই সময় কিংশুক পালের বাড়িতে ছিলেন কিংশুকের মা ও সন্তান সম্ভবা বৌদি। এমনকি বাধা দিতে আসলে বাড়ির বাকি সদস্যদেরও ওই যুবক প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাড়ির দরজা, টিভি, ফ্রিজ সহ একাধিক সামগ্রী নষ্ট করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাসপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছেন কিংশুক পালের পরিবার।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।