নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে আবারও দুই বাসের মধ্যে রেষারেষি ওই রেষারেষির মাঝে পড়ল এক বাইক। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাইক গেল বাসের তলায়। দুমড়ে মুচড়ে গেল বাইক। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর থানার নিমতলায়। ৭ জুন বুধবারই এই ঘাটাল-পাঁশকুড়া সড়কে বকুলতলায় দুই বাসের রেষারেষির জেরে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। দুই বাসকে আটক করে বাসের চালকদের কড়া ধমক দিয়েছিলেন দাসপুর থানার কর্তব্যরত অফিসার। আজ ৯ জুন শুক্রবার ফেরা একই ঘটনা। জানা যাচ্ছে, শুক্রবার রাতে ঘাটালের দিক থেকে দুই বাস যাত্রী নিয়ে তীব্র গতিতে রেষারেষি করে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। রাত প্রায় ৮টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার নিমতলায় ওই দুই বাসের মধ্যে একটি বাস সামনে থাকা এক বাইককে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকেই ধাক্কা দেয়। বরাত জোরে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক ও তার সওয়ারি। অন্যদিকে বাইকটি বাসের তলায় চলে যায়। বাইক চালকের চোট তেমন গুরুতর না হলেও বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিমতলায়। স্থানীয়রা ওই বাসটিকে আটকে রাখে। তীব্র যানজট সৃষ্টি হয় ওই সড়কে। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ঘাটাল মহকুমা বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পান বলেন, আমরা কোনও ভাবেই এই রেষারেষি সমর্থন করি না। এনিয়ে বহুবার সতর্ক করা হয়েছে বাস চালকদের। আজকের ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।