সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রত্যেকটা গ্রামেই শীতলা পুজো হয়। তবে ঘাটাল মহকুমার আর পাঁচটা গ্রামের পুজো থেকে নিজের জাঁকজমকের বহর ও আভিজাত্যে নিজেকে আলাদা করেছে দাসপুরের সামাট গ্রামের শীতলা পুজো। ২০০ বছরেরও প্রাচীন এই পুজোর এবার বাজেট কাছাকাছি ১০ লক্ষ টাকা। গ্রামবাসীরা জানাচ্ছেন, এ পুজো তাঁদের গ্রামের উৎসবে পরিণত হয়েছে। সামাট গ্রাম কমিটির পক্ষে গোলক চক্রবর্তী জানান, পুজোকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ৪ দিন ধরে চলে নানান অনুষ্ঠান। এ পুজোর বিশেষ রীতি গ্রামের সব মহিলারা পুজোর আগের ৩ দিন বাড়ি থেকে প্রদীপ জ্বালিয়ে পায়ে হেঁটে এসে গ্রামের এই শীতলা মন্দিরের চারদিক প্রদক্ষিণ করে। এবার উৎসব মঞ্চে প্রত্যেকদিনই থাকছেন বিভিন্ন নামি-দামি শিল্পীরা। গ্রামের মানুষজন ছোটো-ছোটো ছেলেমেয়েরা নিজের মতো করে নাচ গান আবৃত্তি নাটক করে গ্রামের এই বার্ষিক অনুষ্ঠানে অংশ নেয়।