বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের দাসপুরেই গড়ে উঠবে গোল্ড হাব বরং বলা ভালো দাসপুরেই গড়ে উঠছে গোল্ড হাব। ৯ মে বুধবার ঘাটাল মহকুমাবাসীর সে গোল্ড হাবের আশা আরও বাস্তবতার দিকে। ঝটিকা সফরে এসে এই গোল্ড হাবের ওয়ার্ক অর্ডার দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলি কাদরি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দাসপুরের ফরিদপুরে গোল্ড হাবের জন্য শিলান্যাস করেন। ইতিমধ্যেই দাসপুরের ফরিদপুরে প্রাথমিক ভাবে গোল্ড হাবের জন্য জমি চিহ্নিত ও জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ । যুদ্ধকালীন তৎপরতায় এই কয়েকমাসে জোরকদমে চলে প্রকল্পের ডিপিআর তৈরির কাজ। শুনলে খুশি হবেন আজ অর্থাৎ ১০ মে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দাসপুরের স্বপ্নের গোল্ড হাবের জমি পরিদর্শনে এসে ওয়ার্ক ওর্ডার এর কথা জানিয়ে গেলেন। পাশাপাশি তিনি জানান, দুটি পর্যায়ে এই বরাদ্দের কথা। প্রথম পর্যায়ে এই গোল্ড হাব তৈরিতে দেওয়া হচ্ছে ৭ দশমিক ৮ কোটি টাকা। নির্দেশ নবান্ন থেকেই নির্দেশ দ্রুত গতিতে এই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এই গোল্ড হাব নিয়ে মহকুমার মানুষের এত মাতামাতি কেন? জানা যাচ্ছে, এই হাব হলে উৎপাদন এবং বাজার দুই পরিকাঠামো গড়ে উঠবে। সেখানে স্থানীয় দক্ষ শিল্পীদের কাজের সুযোগ বাড়বে। বিনিয়োগ বাড়বে। প্রচুর কাজের সুযোগ তৈরি হবে। এখানকার শিল্পীদের তখন আর বাইরের উপর নির্ভর করতে হবে না। স্থানীয় বাজারে কাজের সুযোগ তৈরি হলে বহু বেকার ছেলেদের স্বর্ণ শিল্পে কাজ করার প্রবণতা তৈরি হবে। মিটবে বেকার সমস্যাও। সারা রাজ্যের মধ্যে এই দাসপুর ঘাটালেই অধিকাংশ স্বর্ণ শিল্পী ভিন রাজ্যে সোনার কাজে। এই গোল্ড হাব গড়ে ওঠার খবরে খুশির হাওয়া তাদের মধ্যেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক খুরশেদ আলি কাদরি বলেন, এটি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট। আজ ওয়ার্ক অর্ডার ইস্যু করা হলে। দ্রুত গতিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৭ দশমিক ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন Gold Hub: দাসপুরে গোল্ড হাবের কাজ শুরু,ইস্যু হল ওয়ার্ক অর্ডার। বরাদ্দ ৭...