তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, আর কয়েক ঘন্টার অপেক্ষা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তারপর বিয়ের পিঁড়িতে বসবে কনে। এর মাঝখানেই হাজির প্রশাসন। সাবালিকা হতে এখনও দুই মাস বাকি তাই বিয়ের মাঝপথে এসেই বিয়ে বন্ধ করলেন প্রশাসনের আধিকারিকরা।
ঘটনা চন্দ্রকোনা-১ ব্লকের তাতারপুর গ্রামে। তাতারপুর গ্রামের বাসিন্দা সন্টু মণ্ডল পেশায় কৃষক, আজ তাঁর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। নাবালিকা মেয়ের বিয়ের খবর পৌঁছে যায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছে। মহকুমা শাসকের নির্দেশে চন্দ্রকোনা-১ ব্লকের ব্লক প্রশাসনের আধিকারিক ও চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে যায় নাবালিকার বাড়িতে। সমস্ত তথ্য খতিয়ে দেখে জানা যায় নাবালিকা মেয়েটির সাবালিকা হতে এখনও দু’মাস বাকি আছে। তাই সরকারি নিয়ম অনুযায়ী নাবালিকার বিয়ের বন্ধ করল ব্লক প্রশাসনের আধিকারিকরা। ওই নাবালিকার পরিবারের সকল সদস্যকে বুঝিয়ে তাদের মুচলেকা লিখিয়ে নিয়ে বিয়ে বন্ধ করলেন প্রশাসনের আধিকারিকরা। এমনকি পরিবারের সদস্যদের প্রশাসনের তরফ থেকে জানানো হয় সরকারি নিয়মকে তোয়াক্কা না করে, নাবালিকার বিয়ের ব্যবস্থা করলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।