নিজস্ব সংবাদদাতা, ঘাটাল:মাঠে যাকে লাঙল হাতে দেখছেন তিনি একজন বিধায়ক। কয়েক দিন আগে লাঙল দিয়ে নিজের জমির আলু খুলছেন চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা রকম তির্যক সমালোচনা শুরু হয়েছে। চন্দ্রকোণা-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বপ্রকট। তাই অরূপবাবুর জমিতে কাজ করার বিষয়টি নিয়ে দলেরই একাংশ চরম কটাক্ষ করেছেন। ওই ব্লকের এক তৃণমূল কর্মী সঞ্জীব মল্লিক ওই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জনগণকে বোকা বানানোর একটা লিমিট থাকে। শেষের শুরু হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা। ২০২৬এর অনেক আগেই ক্ষমতাচ্যুত করবে মানুষ।’ সঞ্জীব মল্লিক মল্লিকের ওই পোস্টে তৃণমূল নেতা তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ মন্তব্য করে লিখেছে, ‘মহানাটক চলছে।’ ওই মন্তব্যের নীচে ফের সঞ্জীববাবু লিখেছেন, ‘চন্দ্রকোণাতে অরূপ ধাড়া থাকলে দল পিছিয়ে যাবে। জীবনে এগোবে না বলে দিলাম। ঘাটালের মানুষ ঘাটালটা দেখুন অসুবিধা নেই।’ ঘাটালের বিধায়ক তথা বিজেপি নেতা শীতল কপাটও অরূপবাবুর জমিতে কাজ করার বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য করেছেন। এদিকে বিধায়ক অরূপবাবু জানান, তাদের প্রধান জীবিকা চাষবাস এবৎসর ১৪ বিঘে আলু চাষ করেছেন তারা, তিনি সময় পেলেই প্রতিনিয়ত মাঠে কৃষিকাজ করতে যান। নিজেদের জমিতে নিজে চাষ করাটা কোনও অপমানের আছে বলে মনে করেন না।