নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: খড়ারের প্রবীণ শিক্ষক সুকুমার দাস মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। খড়ারের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি। বার্ধক্যজনিত কারনে অনেকদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।আজ ৩ মার্চ সকাল সাড়ে দশটা নাগাদ মেদিনীপুরে চিকিৎসা চলাকলীন তাঁর মৃত্যু হয়। সুকুমারবাবু ইড়পালা কে.এম ইনস্টিটিউশন স্কুলের সাহিত্যের শিক্ষক ছিলেন। শিক্ষক হিসেবে তাঁর যথেষ্ট সুখ্যাতি ছিল। শুধু শিক্ষকতাই নয়, তিনি সংস্কৃতি মনস্ক, পরোপকারী, সাহিত্য অনুরাগীও ছিলেন। নিয়মিত রবীন্দ্রনাথের বই পড়তেন তিনি। ভাল কবিতা লিখতেন এবং আবৃত্তি করতেন। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন স্ত্রী ঝর্ণা দাস, দুই মেয়ে সুপর্ণা প্রধান, সুদেষ্ণা পাল, জামাই ডাঃ রবীন্দ্রনাথ প্রধান, শিক্ষক কৌশিক পাল ও নাতি নাতনিদের।