চন্দ্রকোণার গভীর জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাঠের লোভে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল জঙ্গল

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল:ভর দুপুরে আগুন ধরিয়ে দেওয়া হল জঙ্গলে, পুড়ে গেল প্রায় বেশ কয়েক শ’ বিঘার জঙ্গল। আজ ২৭ ফেব্রুয়ারি দুপুরে চন্দ্রকোণা থানার হুড়হুড়িয়াতে এই ভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেখুন কী ভাবে পুড়ছে জঙ্গল। ভগবন্তপুর-২ গ্রামপঞ্চায়েত প্রধান ইসমালই খান বলেন, এদিন বিকেল নাগাদ হঠাৎই হুড়হুড়িয়া জঙ্গলে এভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। একটি আয়ুর্বেদীক গাছের জঙ্গল সহ বেশ কয়েকশ বিঘার জঙ্গল এভাবেই পুড়ে গিয়েছে। কেন এভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া হয়? এর উত্তরে স্থানীয়রা জানান, জঙ্গল থেকে জীবিতগাছ কাটা যায় না। কিন্তু শুকনো পুড়ে যাওয়া গাছ জ্বালানি হিসেবে কুড়িয়ে আনলে সে অর্থে সমস্যা হয় না। তাই দুষ্কৃতীরা কাঠের লোভেই প্রত্যেক বছরই এই ভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দেয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।