হঠাৎ উধাও স্বামী! দুই সন্তানকে নিয়ে স্ত্রীর আকুতি

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: রয়েছে দুই পুত্র সন্তান। প্রায় ১৫ বছরের বিবাহিত জীবন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন থেকে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হঠাৎই নিখোঁজ ভালোবাসার মানুষটি। স্বামীকে ফিরে পেতে ইতিমধ্যেই স্বামীর নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী মিঠু মাইতি দাসপুর থানায়। আজ প্রায় ১০ দিন হল স্বামী সদানন্দের কোনও খোঁজ নেই। ঘটনা দাসপুর থানার রসুলপুর গ্রামের। গ্রামের বাসিন্দা বছর ৩৫ এর সদানন্দ মাইতি স্ত্রী মিঠু মাইতি ও দুই পুত্র সন্তানকে নিয়ে কর্ম সূত্রে ওড়িশার পাটনা শহরে থাকেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মিঠুদেবী জানান, সোনার কাজের কিছু যন্ত্রপাতি কিনতে স্বামী একা পাটনা থেকে গত ১২ ফেব্রুয়ারি দাসপুরের রসুলপুরের গ্রামের বাড়িতে আসেন। সেখানে থেকে সাগরপুরে গিয়ে কেনাকাটা করার কথা ছিল। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে স্বামী সদানন্দ ট্রেনে চড়ে পাটনার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনে বসে সে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীকে তা জানায়। কিন্তু তারপর থেকেই আর খোঁজ নেই স্বামীর। স্বামীর খোঁজে পাটনা থেকে দাসপুরের রসুলপুরে দুই সন্তানকে নিয়ে ছুটে আসেন স্ত্রী মিঠু। আত্মীয়স্বজন সব জায়গায় খোঁজ করেও মিলেনি খোঁজ। অন্যদিকে দাসপুর থানায় অভিযোগও দায়ের হয়। থানা থেকেও স্বামীর কোনও খোঁজ মিলছে না। তবে ঠিক কী ঘটনা ঘটল? কীভাবে উধাও হলেন সদানন্দ মাইতি? পাড়াপ্রতিবেশী আত্মীয়রা জানাচ্ছেন, খুব ভালো মনের মানুষ এই সদানন্দ। সদানন্দকে বাড়ি থেকে বেরিয়ে যেত তাঁরাও দেখেছেন। হাওড়ায় ট্রেনে চড়ে ভিডিও কলে স্ত্রী মিঠুর সাথে কথাও হয়েছিল। মাঝে এমন কী হল? নিজে নিজেই উধাও হলেন সদানন্দ নাকি রয়েছে অন্য কোনও রহস্য? দাসপুর থানার পুলিশ জানাচ্ছে খোঁজ জারি আছে। রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন থানায় ইতিমধ্যেই যোগাযোগ করা হচ্ছে।

ঘটনা যাইহোক স্ত্রী মিঠু চান স্বামীর খোঁজ। স্ক্রিনে দেওয়া ছবিটি সদানন্দ মাইতির। খোঁজ পেলে সরাসরি লোকাল থানায় জানান বা সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করুন। সাথে অনুরোধ থাকছে এই খবরটি বিশেষ ভাবে শেয়ার করার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।