সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: কৃষ্ণকুমার কুন্নথ ২৩ আগস্ট ১৯৬৮ তাঁর জন্ম। আর ৩১ মে ২০২২ কলকাতায় এক লাইভ শো করতে এসে অকাল প্রয়াণ।
একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি কেকে নামে অধিক পরিচিত ছিলেন। তিনি হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি ভারতীয় সঙ্গীত ইতিহাসের সর্বশ্রেষ্ট গায়কদের একজন হিসেবে বিবেচিত হন। সেই গায়ক কেকে কে অভিনবভাবে শ্রদ্ধা দাসপুরের নাড়াজোলে প্রয়াত বিধায়ক অজিত ভুঁইয়া স্মৃতি মেলা প্রাঙ্গণে। শনিবার রাতে গায়ক কেকে এর ৭০ ফুট দীর্ঘ ছবির প্রকাশ ঘটল। উদ্বোধন করলেন দাসপুরের বিডিও বিকাশ নস্কর। মেলা কমিটির পক্ষে কুমারেশ ভুঁইয়া জানান শিল্পী বিমান আদক তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশ্বের সর্ব বৃহৎ এই কেকের ছবিটি এঁকেছেন। বিমান বাবু জানান প্রায় ২০ দিনের চেষ্টায় এই অসাধ্য সাধন। ত্রিপলের উপর তুলির টানে এই ছবি। বৃহদাকার এই ছবি আঁকতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রায় ৭০ লিটার রঙ ব্যবহার করা হয়েছে এই ছবিতে। মেলার মধ্যেই আপাতত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে সঙ্গীত শিল্পী কেকে এর এই বৃহদাকার চিত্র। শিল্পি বিমান আদক চান সংরক্ষণ করা হোক তাঁর এই সৃষ্টিকে।