অনামিকা বন্দ্যোপাধ্যায়,‘স্থানীয় সংবাদ’, ঝাঁকরা: স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার কথা ছিল অসীমার। সেই [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ইচ্ছে আর পূরণ হল না ঝাঁকরা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী অসীমা দাসের(১২)। স্কুল থেকে বেরোনোর পর রাস্তায় হঠাৎই সে না ফেরার দেশে চলে গেল। হাসপাতালের চিকিৎসকেরা হাজারো চেষ্টা করে তাকে বাঁচাতে পারলেন না। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, অসীমার বাড়ি কামারবাঁধিতে।
অসীমার কাকা বিবেক দাস বলেন, অন্যান্য দিনের মতো এদিনও আমার ভাইঝি স্কুলে গিয়েছিল। সমস্ত ক্লাসও করে। ষষ্ঠ পিরিওয়ের পর স্কুল ছুটির পর সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপরই ওই দুর্ঘটনা ঘটে। ওই স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল বলেন, স্কুলের পাশের একটি দোকানে মাস্ক কেনার সময় হঠাৎই সে রাস্তার উপর উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে তার মৃত্যু হয়েছিল তা ধন্দে রয়েছেন চিকিৎসকেরা। কোনও চিকিৎসক মনে করছেন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আবার কোনও চিকিৎসক মৃত্যুর কারণটিকে সর্প দর্শন বলে মনে করছেন।
অসীমার মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে ঝাঁকরা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শোকের ছায়া ছড়িয়ে পড়ে। বিকেলের পর থেকে অসীমার নিজের গ্রাম কামারবাঁধিতে ছিল শূন্যতার নিস্তব্ধতা।