ঝাঁকরায় নেতাজি মেলার উদ্বোধন করলেন জেলা শাসক

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ঝাঁকরা:  আজ ২৩ জানুয়ারি বীর যোদ্ধা [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। আজকের এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করতে নেতাজি মেলার আয়োজন করেছে চন্দ্রকোণা-২ ব্লকে নেজাতি উৎযাপন কমিটি। আজ বিকেলে ঝাঁকরার আজাদহিন্দ ক্রীড়াঙ্গনে ওই মেলার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানি। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোষ, জয়েন্টি বিডিও অভিজিৎ পড়িয়া, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত, চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই প্রমুখ। মেলা কমিটির কর্মকর্তা তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, ২৩ জানুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গায় মেলা হওয়ার কারণে এই সময় মেলায় স্টল আসতে চাইছে না। তাই আজ মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও মেলার সূচনা হবে ৬ ফেব্রুয়ারি থেকে। মেলাটি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলাতে বিভিন্ন ধরনের স্টল, বিকিকিনির সম্ভার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।