দাসপুরের সাগরপুরে পাঁঠার বদলে পাঁঠি মাংস! উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা: মাংস দোকানের মালিকের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ ছিল পাঁঠা বা খাসি মাংসের দাম নিয়ে ক্রেতাদেরকে সেই দামেই বিক্রি করছে পাঁঠি মাংস। তক্কে তক্কে ছিল গ্রামবাসীদের পাশাপাশি বাজার কমিটি। জানা যাচ্ছে, আজ সোমবারের সকালেই একেবারে হাতেনাতে ধরা পড়ে সেই মাংস বিক্রেতা। গ্রামবাসীরা জানাচ্ছেন, আজ সোমবারের সকালে দোকান খুলতেই দোকান থেকে তাঁরা উদ্ধার করেছেন পাঁঠি মাংস। ঘটনা দাসপুর থানার সাগরপুর বাজারের। আজ সোমবার সকালে এলাকাবাসী এই অভিযোগেই বাজারের এক মাংস দোকান বন্ধ করে দিল। অভিযোগ, ওই দোকানে নিয়মিত ক্রেতাদের সাথে ছলনা করে পাঁঠি মাংস বিক্রি চলে। গ্রামবাসী ও সাগরপুর পল্লি উন্নয়ন সমিতির পক্ষে সঞ্জয় হাইত জানান, নিয়মিতভাবে ওই দোকানে পাঁঠার নাম করে পাঁঠি মাংসের বিক্রির অভিযোগ ছিল। ওই দোকান বাজারের অন্যান্য দোকান খোলার আগেই ভোর রাত থেকে খুলে যায়। আজ একেবারে সকাল থেকেই তক্কেতক্কে ছিল গ্রামের লোকেরা। পাঁঠি মাংস সহ ওই মাংস বিক্রেতা ধরা পড়েছে। প্রাথমিকভাবে ওই দোকান উত্তেজিত জনতা বন্ধ করেছে। প্রশাসনিকভাবে ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই সমস্ত বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ওই মাংস বিক্রেতা। স্থানীয়দের অভিযোগ এই পাঁঠার পরিবর্তে পাঁঠি মাংস বিক্রির একটা বড় চক্র আছে। দাসপুরের কোনো এক এলাকা থেকে সেই চক্র চলে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।