বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঝুলন্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। বৃদ্ধার নাম বিমলা মণ্ডল (৭১)। বাড়ি দাসপুর থানার সাহাচক গ্ৰাম পঞ্চায়েতের মহাকালপাতা মণ্ডলপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, আজ ২৮ নভেম্বর ভোর ৫টা নাগাদ বাড়ির ছোট বৌমা উমা মণ্ডল বাইরে বেরিয়ে দেখেন বাড়ির রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শাশুড়ি। তার চিৎকারে পরিবারের বাকি সদস্য ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যার পাশাপাশি নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। ইদানিং মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিলেন মেজো ছেলে। মহিলার স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন। বৃদ্ধার তিন ছেলে, বৌমা ও নাতি-নাতনি রয়েছে। তাঁরাই মাকে দেখাশোনা করতেন। কিন্তু বৃদ্ধাকে নিয়ে মাঝেমধ্যেই সংসারে অশান্তি লেগে থাকত। পরিবারিক সমস্যা ও শারীরিক সমস্যার কারণেই হয়তো বৃদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।