জঙ্গলে নিষ্ক্রিয় করা বাজি কুড়িয়ে এনে ফাটাতে গিয়ে গুরুতর জখম ৯ বছরের বালক

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা পুলিশের তরফে কালী পুজোর আগে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি গতকাল শনিবার চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের  ধামকুড়িয়া জঙ্গলের নির্জন জায়গায় বোম স্কোয়াড, দমকল বিভাগের কর্মীদের দিয়ে তিন দফায় নিষ্ক্রিয় করে চন্দ্রকোনা থানার পুলিশ। নিষ্ক্রিয় করা শব্দবাজির কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ঘটনাস্থলে।

আজ রবিবার সকালে পার্শ্ববর্তী লালগড় গ্রামের কয়েকজন বালক ধামকুড়িয়া জঙ্গলে পুলিশের নিষ্ক্রিয় করা শব্দবাজির ঘটনাস্থলে গিয়ে সেখানে পড়ে থাকা বেশকিছু শব্দবাজি কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। সেই বালকদের মধ্যে শিবা ঘোষের ন’বছরের ছেলে সায়ন ঘোষ সেই বাজি ফাটাতে গিয়ে বামদিকের চোখে গুরুতর চোট পায়। তৎক্ষণাৎ তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরে পুলিশ এই ঘটনার খবর পেয়ে আহত ওই ছেলেটির বাড়িতে যায় এবং ছেলেটির পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তার চিকিৎসার সমস্ত খরচের ব্যবস্থা পুলিশের তরফে করা হবে বলে জানা যায়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com