নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড দাসপুর থানার রাজনগরে। আগুন নেভাতে হিমশম [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পাড়াপ্রতিবেশি থেকে ফায়ার ব্রিগেড। ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রামের ভৌমিক বাড়ির। পরিবারের অন্যতম সদস্য উজ্জ্বল ভৌমিক জানাচ্ছেন, আজ ১ নভেম্বর মঙ্গলবারের সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ নব নির্মিত বসতবাড়ির পিছনে থাকা ঠাকুর ঘর ও গোয়াল ঘর একেবারে দাউ দাউ করে জ্বলতে দেখেন তাঁরা। গোয়ালের মধ্যে থাকা একটি গরুকে কোনওক্রমে প্রাণের ঝুঁকি নিয়ে বার করা গেছে। প্রতিবেশী সন্তু লাহা জানান, দূর থেকেই আগুনের শিখা দেখে তাঁরা ছুটে আসেন। মটর চালিয়ে জল তুলে সেই জল জ্বলতে থাকা টিনের ছাউনির বাড়িতে দিতে থাকেন তাঁরা। খবর যায় ফায়ার ব্রিগেডে। পাড়া প্রতিবেশী ও দমকলের চেষ্টায় সন্ধ্যে প্রায় ৭টা নাগাদ আগুন আয়ত্বে আসে। ততক্ষণে পুড়ে ছাই বাড়ির মধ্যে থাকা সমস্ত কিছু। তবে হতাহতের খবর নেই। হঠাৎ ঠিক কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে ধন্দে পরিবার থেকে দমকলের অফিসাররা। পুড়ে যাওয়া বাড়িটিতে বিদ্যুতের সংযোগও ছিল না। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্ধ্যে দেওয়ার প্রদীপের শিখা থেকেই এই অগ্নিকাণ্ড।