নিজস্ব সংবাদদাতা: ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৮৮ জন। তার মধ্যে দাসপুর-১ ব্লকেই রয়েছে ২৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে খড়্গপুর পুরসভা। ওই পুরসভায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। চন্দ্রকোণা-২ ব্লক এবং রামজীবনপুর পুরসভা এলাকায় সবচাইতে কম। এক জনকরে। খড়ার এবং ক্ষীরপাই পুরসভা এলাকায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হননি বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন।
দাসপুর-১ব্লকের ২৭ জন ডেঙ্গু আক্রান্তের বাড়ি কুঞ্জপুর, ফটেপুর, মহেশপুর, মামুদপুর এবং ধরমপুর এলাকায় দাসপুর-২ ব্লকে ১৭ জন। গৌরা, সীতাপুর এবং জোৎভগাবান এলাকার বাসিন্দাদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। ঘাটাল ব্লকের দীর্ঘগ্রাম, ঘোলা, জয়নগর,মুগরাল এলাকায় ডেঙ্গু দেখা দিয়েছে। চন্দ্রকোণা-১ ব্লকের কোরাশিয়া, কাসণ্ড এবং মাধবপুর এলাকার ৭ জন আক্রান্ত হয়েছেন। চন্দ্রকোণা-২ ব্লকের মাড়মুড়াকাটার একজন আক্রান্ত হয়েছেন। মহকুমার পুরসভাগুলির মধ্যে ঘাটালে দু’জন(নিশ্চিন্তপুর), রামজীবনপুরে এক জন এবং চন্দ্রকোণা পুরসভা এলাকায় এক জন। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]