এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে স্কুটি রেখেই চম্পট দুষ্কৃতী

Published on: August 26, 2022 । 5:49 AM

শ্রীকান্ত ভুঁইয়া: গৌরা থেকে টিউশনি পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল রামপুর স্কুলের দ্বাদশ [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] শ্রেণির এক ছাত্রী। সন্ধ্যার পর ওই ছাত্রীকে একা পেয়ে আজুড়িয়া যাওয়ার পথে কন্যাশ্রী সেতুর সামনে এক যুবক ওই ছাত্রীটিকে সাইকেল থেকে জোর করে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার করতেই যুবকটি তার স্কু্টি রেখেই পলাশপাই খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।  কয়েক দিন আগের ঘটনা। স্কুটিটি এখনও এলাকায় রয়েছে। পুলিশ জানিয়েছে, এনিয়ে ওই ছাত্রীটি এখনও কোনও অভিযোগ করেনি।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/