দাসপুরে ধর্মা সেতু বাঁচাতে ভসড়ার জলে দুই জেলার মানুষ

শ্রীকান্ত ভুঁইয়া স্থানীয় সংবাদ ঘাটাল: সেতু বাঁচাতে দুই জেলার মানুষ একত্রিত হলেন। ভসড়া খালে প্রচুর পানা ভেসে আসছে। দাসপুর থানার ধর্মা গ্রামের কাঠের সেতুটি এমনিতেই নড়বড়ে। পানার চাপে যে কোনও সময় ভেঙে যেতে পারে, তাই সেতু বাঁচাতে ধর্মা গ্রামের গ্রামবাসীরা সহ এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুরের সাহালাজপুরের গ্রামবাসীরা। সেতু বাঁচাতে দুই জেলার মানুষ একত্রিত হয়ে কাজ করছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/