বাবলু মান্না:উন্নয়নের ক্ষেত্রেও রাজনীতি। এমনই অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের গোছাতি গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ওই গ্রামপঞ্চায়েতের যে সমস্ত বুথগুলিতে তৃণমূল জিততে পারেনি সেই সমস্ত এলাকায় বিগত কয়েক বছরে কোনও রকম উন্নয়ন করা হয়নি।
উন্নয়নে বিমাতৃসুলভ আচরণের জন্যই আজ ২৬ জুলাই সিপিএমের পক্ষ থেকে ওই গ্রামপঞ্চায়েতের প্রধান রাস্তায় দফায়-দফায় অবরোধ করা হয়। যদিও ওই অভিযোগকে অস্বীকার করেছেন গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্তকুমার মাল। তিনি বলেন, আসলে সিপিএমের হাতে কোনও কাজ নেই। ওরা নিজেদের অস্তিত্ব বোঝাতে আজকাল ভিত্তিহীন বহু ইস্যুতে আন্দোলন শুরু করেছে। এদিনের অবরোধও তারই একটি উদাহরণ।