সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-মেদিনীপুর রাস্তা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ডেবরা থানার সিঙ্গারগড়ের বাসিন্দা নিতাই মাইতি। হঠাৎ একটি বাঁশ গিয়ে নিতাইবাবুর ছাতিকে এফোঁড়-ওফোঁড় করে দিল। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হল ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির। জখম হন ওই বাইকে থাকা আরও একজন। আজ ২০ জুলাই সকাল সাড়ে ৯টার সময় ওই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রামগড়ে। জখম সওয়ারীকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার রামগড়ে রাস্তার পাশে অসিত মাজি নামে এক ব্যক্তির বাড়ি তৈরি হচ্ছিল। ব্যস্ততম রাস্তার পাশেই ওই বাড়ির নির্মাণ কর্মীরা অসর্তকভাবেই প্লাস্টারের জন্য বাঁশ তোলাতুলি করছিলেন। সেই বাঁশ গিয়েই ওই ভাবে নিতাইবাবুর ছাতি এফোঁড়-ওফোঁড় করে দেয়। ওই ঘটনার পরই দোষীদের শাস্তির দাবিতে পথচারি ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










