এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের

Published on: July 6, 2022 । 10:41 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মৃত ওই কিশোরের নাম দীপ সামুই (১৬), বাড়ি ঘাটাল থানার মূলগ্রামের সামুইপাড়ায়। আজ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার জলসরার কাছে। সঙ্গে ছিল তার এক বন্ধু। সেও জখম হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলগ্রামের সামুইপাড়ার অরূপ সামুইয়ের ছেলে দীপ। আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়রা তাকে ও তার বন্ধুকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক দীপকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তার বন্ধুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার কথা শুনেই হাসপাতালে ছুটে যান ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। তরতাজা এই কিশোরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177