বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: এই সেই চা দোকান, যে দোকানে বেলা বাড়লেই বাড়ে গাঁজা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] খোরদের ভিড়। চায়ের চুমুকের আড়ালে চলে গাঁজার সুখটান। আর আজ সোমবারের সকাল থেকেই এই দোকান মালিকের সাথেই বিবাদে জড়িয়ে পড়েন পাড়া প্রতিবেশীরা। প্রতিবেশীরা চাইছেন এই দোকান থেকে গাঁজা বিক্রি বন্ধ হোক। এই দোকানের সামনে গাছ লাগিয়ে তাঁরা চাইছেন দোকান যাক সবার অলক্ষে। দোকান প্রকাশ্যে রেখেই ব্যবসা চালাতে চান দোকান মালিক,তাই গাছ লাগাতে বাধা। ঘটনায় উত্তেজনার পারদ তুঙ্গে। ঘটনা দাসপুর থানার দাসপুর-২ ব্লক অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে সোনাখালী বাজার এলাকায়। দোকান মালিকের নাম ইন্দ্র বেরা। ইন্দ্রবাবুর সাফ সাফাই আগে তিনি গাঁজার ব্যবসা করতেন এখন আর করেন না। তাঁর দোকানের সামনে গাছ লাগানো যাবে না। গ্রামবাসীরা জানান,সুলতাননগর থেকে সোনাখালী রাস্তা সংস্কারের জেরে রাস্তার দু পাশের গাছ কাটা হয়েছে। সেই পূর্ত দপ্তরের জায়গাতেই আগের মতো তাঁরা গাছ লাগাতে গিয়েই এই বাধা। তাঁরা চান না এই গাঁজার কেনাবেচা বা এই নেশা তাঁদের ছেলে মেয়েরা দেখুক। তাঁরা এও জানাচ্ছেন, অনেকবার এই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবে অভিযোগও করেছেন কিন্তু ফল কিছু হয়নি! এখন দেখার গাছের আড়ালে যায় এই চায়ের নামে গাঁজার টান নাকি প্রশাসনিক হস্তক্ষেপে পুরোপুরি উৎখাত হয় গাঁজাখোরদের এই ঠেক।