সন্তু বেরা: লাগাতার ঘাটাল জুড়ে একেরপর এক স্বেচ্ছায় রক্তদান শিবির সাথে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের মহকুমা ব্যপী ক্লাবের পাশাপাশি বিভিন্ন সংস্থাকে রক্তদানে উদ্বুদ্ধ করা তারই ফল স্বরূপ এই রক্তের সংকট কালে সারা রাজ্যে রক্তদান শিবির করে রাজ্যের সেরা আমাদের ঘাটাল মহকুমা। আজ শুক্রবার দাসপুরের গান্ধিমিশনে মোবাইল বিক্রেতাদের সংগঠন AiMRA এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন ঘাটালের সাংসদ দেব এর প্রতিনিধি রামপদ মান্না। তখন অন্যান্যদের মাঝে মঞ্চে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,দাসপুর ১ বিডিও বিকাশ নিস্কর,দাসপুর ১ বি এল আর ও কৌশিক সামন্ত, সমাজ সেবী নারানভাই প্রমুখরা। উল্লেখ্য আজ শুক্রবার দাসপুরের মান্ধীমিশন ট্রাস্টের সভা কক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল আল ইন্ডিয়া মোবাইল রিটেলারস এসোসিয়েশন অর্থাৎ AiMRA উদ্যোক্তারা জানান আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। সংস্থার উদ্যোগে অভিভূত ঘাটালের মহকুমাশাসক থেকে দাসপুরের বিডিও পাশাপাশি বি এল আর ও।