সাতসকালেই শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কুমারেশ চানক: মৃতের নাম দিলীপ দাস (৫০)। বাড়ি তমলুকের নন্দকুমার থানা এলাকায় হলেও প্রায় তিন বছর ধরে স্ত্রীকে নিয়ে তিনি ঘাটাল থানার দীর্ঘগ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। দুই ছেলে সোনার কাজে ভিন রাজ্যে রয়েছেন। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। আজ ১৯ জুন রবিবার সকালে দীর্ঘগ্রামের শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্বার হয় দিলীপ দাসের। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বাড়িতে অশান্তি লেগেই থাকতো, গত রাতেও পারিবারিক অশান্তি হয়েছিল। আজ সকালে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্বার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে  যায় ঘাটাল থানার পুলিশ, পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।