বিশ্বজিৎ ভৌমিক, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানা এলাকায় আবারও মন্দিরের তালা ভেঙে চুরি। লাগাতার একের পর এক মন্দিরে চুরির ঘটনায় দাসপুর জুড়ে চাঞ্চল্য। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তদন্তে দাসপুর পুলিশ। সামাট গ্রামের মাঝেই রয়েছে প্রায় ২০০ বছরের প্রাচীন কালী ও শীতলা মন্দির। আজ শুক্রবারের সকালে মন্দিরের সেবাইত মলয় চক্রবর্তী দেখেন মন্দিরের তালা ভাঙা নেই মায়ের গায়ের গহনা।পাশেই শীতলা মন্দির। সেখানেও মন্দিরের তালা ভেঙে চুরি। সবমিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার সোনা রূপোর গহনা চুরির অভিযোগ। সামাট গ্রাম কমিটির পক্ষে গোলক চক্রবর্তী জানান বহু প্রাচীন তাঁদের গ্রামের এই কালী মন্দির। এর আগেও চুরি হয়েছে। কোনো কিনারা হয়নি। এবার আবার চুরি। মনে করা হচ্ছে বৃহস্পতিবার রাতের অন্ধকারেই এই চুরির ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কাছে অনুরোধ রাখেন দাসপুর জুড়ে লাগাতার এই মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনার কিনারা করুক পুলিশ। তবে খবর পেয়েই দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই তদন্তে নেমেছে।