মন্দিরা মাজি: ৬২৬ জন রক্তদান করে করে রক্তদানের রেকর্ড গড়লো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। উদ্দেশ্য ছিল গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানোর জন্য কলেজের এনএস, এনসিসি ও শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে একটি রক্তদান শিবির করা হবে। ৫০০ জন রক্তদাতার টার্গেট নিয়ে আজ ১৬ জুন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কিন্তু সেই টার্গেট ছাড়িয়ে ৬২৬ জন আজকের শিবিরে রক্ত দান করেছেন বলে জানান ওই কলেজের অধ্যক্ষ ড. মন্টুকুমার দাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ তথা আমাদের কলেজের পরিচালন কমিটির সভাপতি দীপক অধিকারীর(দেব) উৎসাহে আমাদের কলেজ আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই রক্তদান শিবিরে যে ছাত্রছাত্রীদের এতোটা সাড়া মিলবে তা প্রত্যাশা ছিল না। শিবিরে ১৫১ জন মহিলা সহ ৬২৬ জন রক্ত দান করেছে। রক্তদাতাদের মধ্যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরাই বেশি ছিল। বর্তমানে যারা কলেজে পড়ছে এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাই রক্তদান করেছেন।
আজকের এই রক্তদান কর্মসূচি ঘিরে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা।