‘পিছু ডাক’ — সুরম্য পান

‘পিছু ডাক’ — সুরম্য পান
যেতে যেতে থমকে দাঁড়ায়, আসি পিছু ফিরে।
কেউ যেন মোরে ডাক দিয়েছে, মৃত্যুর ওই দরবারে।
আবার আসিবো ফিরে, আবার হবে গো পিছু দেখা।
একুশের ইতিহাসের পাতায়, আমায় নিয়ে হবে এক নতুন কাব্য লেখা।
যেই পথ আমি ঘুরে দেখি নাই, দেখিতে চাই সে পথ।
জনগণ ওহে পারবে কি তুমি, পারবে কি নিতে প্রতিশোধ?
পারবে কি তুমি থামাতে আমায়!
পারবে কি মোর গতি করিতে রোধ!
যেখানে দেখিব কোলাহল মুখর, ব্যস্ত জনতাগামী।
সে পথ আমি দাঁড়াইবো রুখে, বসাইবো থাবাখানি।
চোখের শিয়রে মৃত্যু তখন, দিতে থাকে হাতছানি।
মৃত্যুরে লয়ে হাতের মুঠোয়, যখন এ পৃথিবী করিব জয়।
ভাবিয়া তুমি কাঁপিয়া উঠিবে, আমারে করিবে ভয়।
তখন তুমি নতমস্তকে, চাহিবে প্রাণভিক্ষা।
তখন তোমারে শিখিয়ে দেবে, সচেতন হবার শিক্ষা।
লোকজন নেই কর্মহীনতা, চারিদিকে হাহাকার।
ভেঙে যাওয়া মনে ক্ষমতায় নেয়, আশাটুকু বাঁধবার।
শূন্যতা ঘিরে ক্ষুধার চিত্র, ফাঁকা ফাঁকা ফুটপাত।
রাত্রির শেষে বাড়ায় না কেউ ভরসার দুটি হাত।
মনখারাপের দিনগুলি সব, এভাবেই কেটে যায়।
অভাগা এ দেশ আলো বাঁধবার রয়েছে অপেক্ষায়।
পুড়ে যাই কত’- নদীর জলেতে, ভেসে যাই শত লাশ।
নিজেদের দোষে নিজেরাই আজ ডেকেছি সর্বনাশ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।