এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গোপীগঞ্জ-সুলতাননগর রাস্তায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ

Published on: May 28, 2022 । 10:54 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ-সুলতাননগর রাস্তার পায়রাসিতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ, দুই বাইক আরোহী অল্প চোট পেয়েছেন। আজ ২৮ মে সন্ধ্যেবেলা ওই রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীগঞ্জ থেকে সুলতাননগরের দিকে দ্রুত গতিতে এক বাইক যাওয়ার সময় বছর ৮৫ র এক বৃদ্ধকে ধাক্কা মারে। বৃদ্ধের পায়ের ওপর দিয়ে বাইকের চাকা চলে যায়। সেই সঙ্গে বাইকে থাকা দুই আরোহীও রাস্তার ওপর পড়ে জখম হন। আহত ওই বৃদ্ধের নাম ছোকু পাঁজা। বাড়ি ওই এলাকাতেই। ওই দুই বাইক আরোহীর নাম জানা যায়নি তবে বাড়ি চাইঁপাট মদপুকুর এলাকায়। স্থানীয়রা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানাচ্ছেন, বাইকটি যথেষ্ট গতিবেগে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/