ঘাটাল কলেজের অস্থায়ী কর্মীর অস্বাভাবিক মৃত্যু

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজের কাছে হেরে গেছি তাই বিদায় নিচ্ছি, সুইসাইড নোট লিখে ঘাটাল কলেজের অস্থায়ী কর্মীর অস্বাভাবিক মৃত্যু দাসপুর থানার চেঁচুয়ায় নিজের দোকানে। আজ মঙ্গলবার বিকেলে নিজের দোকানেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার দাসপুর থানার বসন্তপুর গ্রামের বাসিন্দা মদন দোলই এর ছেলে বছর ২৮ এর সঞ্জয় দোলইয়ের দেহ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর পুলিশ। পরিবার সূত্রে জানা যাচ্ছে, সঞ্জয় ঘাটাল কলেজের অস্থায়ী কর্মী ছিলেন। দাসপুরের চেঁচুয়া বাজারে একটি ষ্টেশনারি দোকান ছিল। পরিবারে এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল আজ মঙ্গলবারের রাতে। দুপুরে সঞ্জয় বাড়িতে খেতে যায়। খেয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর আজ মঙ্গলবারের বিকেলে এক খদ্দের সঞ্জয়কে দোকানের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখে। দোকান থেকে উদ্ধার হয়েছে এক সুইসাইড নোট। তাতে লেখা,আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,আমি নিজের কাছে হেরে গেছি তাই বিদায় নিচ্ছি। জানা গেছে সঞ্জয় বিবাহিত,বছর তিনেকের একটি সন্তানও রয়েছে। কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। পরিবার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়,স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে এসেছিলেন। স্থানীয় নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েত প্রধান কমলকৃষ্ণ সামন্ত জানান, সঞ্জয় খুবই ভালো প্রকৃতির ছেলে ছিল। সঞ্জয়ের এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। অন্যদিকে সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে দাসপুরের বসন্তপুরে ছুটে এসেছেন ঘাটাল কলেজের অধ্যক্ষ থেকে কলেজের স্থায়ী ও অস্থায়ী কর্মীরাও। সঞ্জয়ের এক সহকর্মী পলাশ সামন্ত বলেন, সঞ্জয় সমাজের নানা কাজে যুক্ত ছিল। সঞ্জয় এভাবে চলে যাবে ভাবতেই পারছি না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com