দাসপুর বাজারে প্রকাশ্যে ব্যঙ্ক থেকে তোলা টাকা চুরি,CCTV তে রেকর্ড হল সব

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: এক্কেবারে দিনে দুপুরে বেলা ১২টায় ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার দাসপুর বাজারেই বলা চলে প্রকাশ্যে ব্যাঙ্ক থেকে তোলা পেনশনের টাকা সহ ব্যাগ নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতকারী। আর এই ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়ল সিসিটিভিতে। দাসপুর পুলিশ দাসপুর থানা জুড়ে সর্বত্র নাকা চেকিং শুরু করেছে। জানা গেছে, আজ ২ মে সোমবার দুপুর ১২টা নাগাদ বেলিয়াঘাটার  নিমাই মাইতি তাঁর পেশনের টাকা দাসপুরের এক ব্যাঙ্ক থেকে তুলে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দাসপুর বাজারে একেবারে দাসপুর বাসস্টপে সাইকেল ঠেকিয়ে ডাবের দোকানে ডাব খেতে ঢুকলে এক বাইকে থাকা দুই ব্যক্তি সাইকেল থেকে টাকার ব্যাগ নিয়ে ঘাটালের দিকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। ঘটনার কিছু পরে অবসরপ্রাপ্ত শিক্ষক বুঝতে পারেন তাঁর ব্যাগে থাকা ব্যাঙ্ক থেকে সদ্য তোলা ৩০ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে। অন্যদিকে দাসপুর বাজারেই এক দোকানের সিসিটিভিতে সমস্ত চুরির ঘটনা রেকর্ড হয়ে যায়। দাসপুর পুলিশ খবর পেয়ে সাথে সাথেই দাসপুর থানার জুড়ে সমস্ত ভিলেজ পুলিশকে সজাগ করেছে। ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-মেদিনীপুর সড়ক জুড়ে নাকা চেকিং চলছে। ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে সুদীপ মাইতি জানান,তাঁর বাবা যে প্রতি মাসের প্রথমের দিকে পেনশনের টাকা তুলতে দাসপুরের ওই ব্যাঙ্কে আসেন তা নজরে রেখেছিল দুষ্কৃতকারীরা। আজও নিশ্চিত টাকা তোলার আগে থেকেই তাঁর বাবাকে ফলো করেই এই চুরির ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে দাসপুর জুড়ে বেড়ে চলা চুরি, ছিনতাইয়ের ঘটনায় দাসপুরবাসীর চোখে মুখে এখন আতঙ্ক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।