এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

Published on: April 20, 2022 । 6:58 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে সোনাখালিতে ডাম্পারের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবকের। মৃত যুবকের নাম সঞ্জয় দাস (৩৫)। বাড়ি দাসপুর থানারই রাধাকান্তপুরের করুণাচকে। জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে দাসপুর থানার সোনাখালিতে বিদ্যুৎ দপ্তরের সামনে ডাম্পারের সাথে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইকে সঞ্জয়বাবু ও তাঁর মা সন্ধ্যা দাস ছিলেন। দুর্ঘটনায় উভয়েই গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে প্রথমে সোনাখালি হাসপাতাল পাঠায়। তারপর অবস্থা বুঝে সেখান থেকে তাঁদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে কলকাতা এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। ১৯ এপ্রিল সকালে সেখানেই সঞ্জয়বাবুর মৃত্যু হয়। তাঁর মা সন্ধ্যাদেবীর অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, আজ ২০ এপ্রিল সঞ্জয়বাবুর দেহ বাড়িতে আনা হয়। তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।