মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ (৩০/০৩/২০২২) সকালে মাছ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]ধরতে গিয়ে ঘাটাল থানার আলুই গ্রামে কাটান খাল থেকে এই বাইকটি পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইকটি উদ্ধার করে। বাইকের মালিকের পরিচয় জানা যায়নি। ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে ওই খালের জলে কয়েক জন মাছ ধরতে নেমেছিলেন। তখনই তাঁদের জালে ওই বাইকট উদ্ধার হয়। বাইকের পরিচয় পাওয়া যায়নি। আরও দেখুন: স্ত্রীকে ফিরে পেতে ছোট মেয়কে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে ধরনা আরও দেখুন: রাজমিস্ত্রীর সঙ্গে পালাতে গিয়ে দাসপুর পুলিশের হাতে ধৃত গৃহবধূ

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










