এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ঠিকাদার সংস্থার কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

Published on: February 20, 2022 । 11:02 AM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সাত সকালেই দাসপুরের গোপীগঞ্জে ঠিকাদারি সংস্থার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি সকাল ৭ টা নাগাদ ঠিকাদারি সংস্থার ওই কর্মীকে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম আলাউদ্দীন সেখ(২৪)। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপীগঞ্জ ৭২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রে ঠিকাদারি সংস্থার চারজন কর্মী থাকতেন। শনিবার রাতে চারজনেই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। আজ ভোরে হঠাৎ আলাউদ্দিন শারীরিক কষ্ট অনুভব করলে তার সহকর্মীরা তাকে সোনাখালী গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তারপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মালদা জেলা থেকে ওই চারজন কর্মী এসেছিলেন বলে জানা গিয়েছে। সুলতাননগর-গোপীগঞ্জ রাস্তায় বোল্ডার পাইলেনের কাজ করতেন ওই কর্মীরা।
ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই কর্মীর পুলিশ তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।