এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেপরোয়া গতিতে চলা বাসের ধাক্কায় ঘাটালের রাধানগরে মৃত বাইক চালক,

Published on: February 9, 2022 । 5:52 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ দুপুরে ঘাটাল-ক্ষীরপাই রাস্তার রাধানগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।ওই যুবকের নাম বিশ্বজিৎ দে (৩০)। বাড়ি রাধানগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাওড়া চন্দ্রকোণা বিশ্ববীণা বাসটি চন্দ্রকোণার দিকে যাওয়ার সময় রাধানগরে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাধানগর পেরোনোর পরেই একটি লরিকে ওভারটেক করতে গিয়ে প্রথমে বাসটি একটি বাইক চালকে ধাক্কা মারে। সেই বাইকের চালক গুরুতর জখম হন। তার পরই বিশ্বজিৎবাবুর বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বিশ্বজিৎবাবুর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বাসটি বেপরোয়া ভাবেই চালানোর জন্য ওই দুর্ঘটনা ঘটে। বাইকটিকে এমন ভাবে ধাক্কা মারে বাস ফলে বাইকটি বাসের মধ্যে ঢুকে যায়। দুর্ঘটনার পরই ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। পুলিস বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।