নথি চেক করতে সাতসকালে পরিবহণ দপ্তরের অভিযান, আটক করা হলো বেশ কয়েকটি যাত্রীবাহী থেকে পণ্যবাহী গাড়ি

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অভিযোগ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ছুটে চলে বহু যাত্রীবাহী থেকে পণ্যবাহী গাড়ি। শুক্রবার ৪ ফেব্রুয়ারি সকাল সকাল ঘাটাল শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় পরিবহণ দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এদিন বৈধ কাগজপত্র না দেখানোয় বেশ কয়েকটি গাড়িকে আটক করেছে পরিবহণ দফতরের কর্মীরা । এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ঘাটালের অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক তথা এআরটিও জয়দ্রথ সাহা সহ অন্যান্য এমভিআইয়েরা। এআরটিও বলেন, এদিন মোট ১৩টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের সিজার লিস্ট তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে। দুটি ওড়িশ্যার নম্বরের বাস কোনও রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাসগুলিকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ঘাটাল মহকুমার উপর দিয়ে প্রতিদিন ৩০০’র বেশি যাত্রীবাহী বাস যাতায়াত করে। তারমধ্যে বহুগাড়িরই বৈধ কাগজপত্র নেই। অনেক গাড়ির রুট পারমিশনও নেই। অনেক ক্ষেত্রে খালাসিকেও বাস চালিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে। যে সমস্ত যাত্রীবাহী গাড়ি রুট পারমিশন নেই সেই সমস্ত গাড়িতে চড়ার পর কোনও দুর্ঘটনা হলে বিমার সুবিধে পেতে সমস্যা হয়।
এ বিষয়ে ঘাটাল বাস বাস মালিক সংগঠনের নেতা প্রভাত প্রান বলেন,যাত্রীদের সার্থে সমস্ত গাড়িকে বৈধ কাগজপত্র নিয়ে চলতে হবে , এমনকি তিনি প্রশাসনের আবেদন জানান যাতে প্রতিনিয়ত এই ধরনের অভিযান চলানোর জন্য।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।