ঘাটাল মহকুমার ৩ জন অফিসার জেলা থেকে পুরস্কৃত হলেন

•বাম দিক থেকে অনির্বাণ সাহু, সুলক প্রামাণিক এবং অমিত ঘোষ

নিজস্ব সংবাদদাতা: আজ জাতীয় ভোটার দিবস। ভোটার লিস্ট সংক্রান্ত কাজের নিরিখে জেলা থেকে মোট পাঁচ ইলেকশন রিটার্নিং অফিসারকে পুরস্কৃত করা হয়েছে। ওই পাঁচ জনের  মধ্যে ঘাটাল মহকুমা থেকেই তিন জন রয়েছেন।  ওই তিন জন হলেন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলক প্রামাণিক, দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু এবং চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোষ। তাঁরা আজ দুপুরে জেলা শাসক ড. রশ্মি কমলের কাছ থেকে ওই পুরস্কারগুলি গ্রহণ করেন।
এছাড়াও আজ ঘাটাল মহকুমা থেকে পাঁচজন বিএলওকে পুরস্কৃত করা হয় বলে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান। তিনি বলেন , গণেশ প্রামাণিক(দাসপুর-১), অশোক কুমার সেনাপতি(দাসপুর-২),   শেখ আনসারুল ইসলাম(ঘাটাল),  সৌমাভ চট্টোপাধ্যায়(চন্দ্রকোণা-১) এবং  সমীর ঘোষকে (চন্দ্রকোণা-২) ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কাজের নিরিখে পুরস্কৃত করা হয়েছে। এদিন ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।