করোনা সংক্রমণ ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে, কড়া বিধি-নিষেধ এরাজ্যে, এই পরিস্থিতিতে বিদ্যাসাগর মেলা ও ঘাটাল শিশুমেলা কি আদৌ হবে?

নিজস্ব সংবাদদাতা: এ রাজ্যে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যু, করোনার নতুন রূপ ওমিক্রন নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে রাজ্যজুড়ে করোনা সংক্রমণের পরিসংখ্যান দেখে আগামীকাল ৩ জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে নতুন করে কড়াভাবে কার্যকর হচ্ছে করোনা বিধি-নিষেধ। এই বিধিনিষেধের মধ্যে কি ঘাটালের বীরসিংহে বিদ্যাসাগর মেলা এবং ঘাটাল উৎসব ও শিশু মেলা আর হবে? তার পাশাপাশি জেলা বইমেলাটিও এবার ঘাটালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাও কি হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ আগামীকাল ৩ জানুয়ারি থেকে সারা রাজ্যের পাশাপাশি ঘাটাল মহকুমা জুড়েও শুরু হচ্ছে এই বিধিনিষেধ। আজ ২ জানুয়ারি রবিবার নবান্নের একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী জানিয়ে দিয়েছেন বিধিনিষেধের বিষয়ে। আসুন জেনে নিই আগামী কাল থেকে কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

১. রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে
২. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০% কর্মী হাজির থাকতে পারবেন।
৩. ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো।
৪. সরকারি ও বেসরকারি বাসগুলি ৫০% যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
৫. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কাল থেকে বন্ধ।
৬. ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে সরকার’ ক্যাম্প।
৭. চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
৮. বাজার হাট খোলা থাকবে সকাল ১০ টা বিকেল ৫ টা পর্যন্ত।
৯. মৃতদেহ সৎকারের জন্য সর্বোচ্চ ২০ জন যেতে পারবে।
১০. সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার ও সেলুন কাল থেকে বন্ধ থাকবে।
১১. ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা।
১২. মুম্বাই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টি করে উড়ান আসবে।
১৩. সন্ধ্যে ৭ টার পর থেকে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন।
১৪. দূর পাল্লার ট্রেনগুলি আপাতত চলাচল করবে।
১৫. সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবে।
১৬. শপিংমলে ৫০% মানুষ প্রবেশ করতে পারবে এবং প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক।
১৭. যে কোন অনুষ্ঠান হলে ৫০ শতাংশ মানুষ নিয়ে অনুষ্ঠান করা যাবে।
১৮. অন্য দেশগুলো থেকে আসা বিমান যাত্রীদের রেপিড টেস্ট ও অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। সবাই কোভিড বিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।