দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু! হাতুড়ে চিকিৎসক পুলিশি হেফাজতে

সৌমেন মিশ্র, শ্রীকান্ত ভুঁইয়া ও আকাশ দোলই: দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত হাতুড়ে চিকিৎসক অজিত পাত্রকে  দুু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। পুলিশের তদন্তে উঠে এলো বড়সড় তথ্য। স্বামী সুশান্ত বেরার অভিযোগ ছিল চিকিৎসায় গাফিলতি করেছেন দাসপুরের জালাপুর বাঁশখালের হাতুড়ে ডাক্তার অজিত পাত্র। উল্লেখ্য, দাসপুরের জোতগোবর্ধন গ্রামের সুশান্ত বেরার পরিবারে ১১ ডিসেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যে সাড়ে ছ’টার মধ্যে একে একে তাঁর ৮ বছরের ছেলে, ১১ বছরের মেয়ে সহ সুশান্ত বেরার স্ত্রী মৌমিতাদেবীর মৃত্যু হয়। সুশান্ত বেরা বুধবার ৮ ডিসেম্বরই সোনার কাজে নিজের কর্মস্থল মুম্বাইয়ে ফিরে গিয়েছিলেন। সমস্যার শুরু তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই। সেই থেকেই ওই হাতুড়ে ডাক্তারই তাঁর পরিবারের চিকিৎসা করেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানান,স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করা হয় এবং আজ ঘাটাল আদালতে তোলা হল। ঘাটাল আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কমল সরকার জানান, ওই হাতুড়ে ডাক্তারের দুু’দিনের পুলিশ হেফাজত হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।