এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ গ্রন্থাগারে শীঘ্রই শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে; আশ্বাসন ঘাটাল ব্লকের শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষের

Published on: November 12, 2021 । 9:17 PM

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: শীঘ্রই বীরসিংহ গ্রন্থাগারে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে;এমনটাই আশ্বাস দিলেন ঘাটাল ব্লকের শিক্ষা,ক্রীড়া,তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ বিকাশ কর। আজ ১২নভেম্বর ঘাটাল ব্লকের দেওয়ানচক্ -১ গ্রাম পঞ্চায়েতের শরৎচন্দ্র গ্রামীণ পাঠাগারের রক্তদান শিবিরের উদ্বোধন করতে গিয়ে বিকাশবাবু এমনটাই জানান। তিনি আরো জানান, হেমন্তপুর থেকে সাহেবঘাট পর্যন্ত রাস্তা এবং কনক পুর ব্রিজ নির্মাণ যত দ্রুত সম্ভব করা যায় প্রশাসনের দিক থেকে সে কথাও ভাবা চলছে। ‘শরৎচন্দ্র গ্রামীণ পাঠাগারে’র ৩৩ তম বার্ষিক অনুষ্ঠানে রক্তদান শিবির,শিক্ষকসহ স্মরণ, মনীষী চর্চা,ছাত্র-ছাত্রী সংবর্ধনা,স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ১২-১৩নভেম্বর। আজ রক্তদান শিবিরের মোট ৪২ জন রক্ত দান করেন। তার মধ্যে মহিলা ছিলেন ৪ জন।রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেয়ানচক-১ গ্রাম পঞ্চায়েত প্রধান আজমিরা বিবি,উপপ্রধান তরুণ সামন্ত, চিকিৎসক বিকাশ চন্দ্র হাজরা,পাঠাগারের প্রাক্তন সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশনাথ মাজী, পাঠাগারের সভাপতি কানাইলাল পাখিরা, সম্পাদক তপন কুমার খাঁড়া সহ আরো অনেকে। এ বিষয়ে ‘শরৎচন্দ্র গ্রামীণ পাঠাগারে’র সভাপতি কানাইলাল পাখিরা জানান, রক্তদান শিবির চলছে।আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির চলবে।আজ উদ্বোধনী অনুষ্ঠানে মহকুমাশাসক আসার কথা ছিল, একটি জরুরি মিটিং থাকায় আসতে পারেননি, কাল আসবেন বলে কথা দিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।