বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালেই নদী বাঁধ থেকে গাছ কাটা নিয়ে চরম বচসা শুরু দাসপুর থানার দক্ষিণ কৈজুড়ি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সুপ্রিয় মাইতি,বিভাস বড়দোলই, পার্বতী মাইতিদের অভিযোগ আজ ৯ নভেম্বর বাণেশ্বর সাউ নামে এক ব্যক্তি হঠাৎ করে রূপনারায়ণ নদের বাঁধের উপর থেকে বেশ কয়েকটি গাছ কাটতে শুরু করে। তিনি কেন গাছ কাটছেন তার কোনও নথি দেখাতে পারেননি। তাই আমরা আপত্তি করি। সুপ্রিয়বাবু বলেন, সরকার গাছ লাগানোর বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। অথচ এভাবে হঠাৎ হঠাৎ করে গাছ কেটে নিচ্ছে।। এটা আমরা মেনে নেব না। সেজন্যই প্রতিবাদ করি।
এলাকার মানুষ জেনে ওঠার আগেই বেশ কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বাণেশ্বরবাবু নিজেকে সেচ দপ্তরের ঠিকাদারের লোক বলে দাবি করে বলেন, রূপনারায়ণের কয়েক জায়গায় বাঁধে ঘোগ দেখা দিয়েছিল। সেগুলি মেরামতির জন্যই গাছ কাটা হচ্ছে। কারণ গাছগুলি না কাটলে ঘোগগুলি মেরামত করা যাবে না। যদিও ঘোগ মেরামতি কাজ পাওয়ার বরাতের কোনও নথি তিনি আজ দেখাতে পারেননি। তাই এলাকার মানুষের বিক্ষোভের মাত্রাটা আরও বেড়ে যায়। ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত দাস বলেন, ঘটনাটি জানা ছিল না। আমিখোঁজ নিয়ে মন্তব্য করছি।