তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:আজ ৬ নভেম্বর লায়ন্স অফ মাদ্রাজ কালচারাল ক্যাপিট্যাল চেন্নাই ঘাটালে কম্বল বিতরণ করল দুঃস্থ মানুষদের মধ্যে। ওই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট লায়ন বিকাশ রঞ্জন বাগ জানিয়েছেন ঘাটালের ১০নং ওয়ার্ড গড়প্রতাপনগরের ২০০ জনকে শীতের কম্বল তুলে দেওয়া হয়েছে। শীতের শুরুতেই দুঃস্থ মানুষদের হাতে কম্বলগুলি তুলে দিতে পেরে খুশি বিকাশবাবু। লায়ন্স অফ মাদ্রাজ কালচারাল ক্যাপিট্যাল চেন্নাই সারা বছর ধরেই সমাজসেবা মূলক কাজ করে থাকে, দুঃস্থ মানুষদের পাশে থাকে। বিকাশবাবু আরও বলেন, আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও বেশি করে এইরকম কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে।