শ্রীকান্ত ভুঁইয়া,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রায় ১৩ দফা দাবিতে আজ শুক্রবার দাসপুর ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ ডেপুটেশন দিলেন। গ্রাম পঞ্চায়েত জুড়ে বেহাল রাস্তা,সাথে পানীয় জলের সমস্যার মত গুরুত্বপূর্ণ সমস্যাগুলি তুলে ধরা হল ডেপুটেশনে। বিক্ষোভকারীরা জানান তাঁরা ভারত জাকাত মাজী পরগনা মহলের তরফে এই ডেপুটেশন দেন। দাসপুর থানার হরিরামপুর থেকে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিছিল করে রাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসে জমায়েত করেন। তাঁদের মধ্যে ৮ সদস্যের একটি দল গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যদের সামনে তাঁদের দাবিদাওয়া তুলে ধরেন। গ্রাম পঞ্চায়েত প্রধান অরুন দোলই জানান,দাবি গুলির মধ্যে বেশিরভাগই পূরণ করাই আছে,কিছু ক্ষেত্রে সমস্যা আছে সেগুলিরও সমাধান দ্রুত হবে। অন্যদিকে আজকের এই জমায়েত ও ডেপুটেশন ঘিরে দাসপুর পুলিশ আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করে ছিল।